প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৪:৪০
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার প্রতি অনুরোধ
ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের বিষয়ে মোনাফেকীমুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন
-----দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের কাছে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের নামে অতীতের ন্যায় নাটক না করে মুনাফেকীমুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি এই অনুরোধ সংক্রান্ত যে পত্রটি উপদেষ্টাকে লিখেছেন, নিচে তা হুবহু তুলে ধরা হলো : জনাব ফারুক ই আজম, বীর প্রতীক
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আসসালামু আলাইকুম।
দুর্বৃত্ত লুটেরা আমলা নির্ভর তদন্তের নামে প্রতারণা, জালিয়াতি ও অনৈতিক অর্থ লেনদেন বন্ধ করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করতে ও প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কলঙ্ক থেকে বাঁচাতে দলীয় প্রভাব, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে যারা রাজাকার, স্বাধীনতাবিরোধী, দলীয় দলদাসদের ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে সাক্ষী, শনাক্ত ও তদবির করেছে এবং ৭২ সালের সংবিধানে লিপিবদ্ধ আছে, কোনো একটি নিয়মিত বাহিনীর সদস্য ছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না, এই আদেশ যারা উপেক্ষা করে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদান করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিটি গ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অতি দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে যথাযথ যাচাই ও তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি নিয়ে মজলুমের সন্তানদের হক বঞ্চিত করে ডিসি, এসপি, সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদেরকে দ্রুত গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিগত দিনে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের নামে অনেক নাটক হয়েছে, বাংলাদেশের জনগণের একমাত্র আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নাটক বন্ধ করে মুনাফেকীমুক্ত কার্যকর পদক্ষেপ। বিনীত অনুরোধে, সারোয়ার ওয়াদুদ চৌধুরী
সাধারণ সম্পাদক ও মুখপাত্র
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি।