প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩
সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’
![সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’](/assets/news_photos/2025/02/08/image-58758-1739030658bdjournal.jpg)
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাংচুরের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে শনিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করবে যৌথবাহিনী। আজ (৮ ফেব্রুয়ারি) থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে এই অভিযান। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুরের সময় হামলাকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় বাসিন্দারা। এতে আহত হয় অন্তত ১৫ শিক্ষার্থী।