শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:৫০

অস্বাস্থ্যকর’ শহর ঢাকা

অনলাইন ডেস্ক
অস্বাস্থ্যকর’ শহর ঢাকা

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা।শুক্রবার দুপুরে ঢাকা প্রথমে শীর্ষ অবস্থানে থাকলেও কিছুক্ষণ পর তা এক ধাপ নেমে দ্বিতীয় অবস্থানে আসে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’র বায়ুমান সূচক (একিউআই) এ তথ্য জানায়। সংস্থাটির তথ্য বলছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২০৮, পরে তা কিছুটা নেমে দুপুর ১টার দিকে হয়েছে ১৯৬।

একিউআই সূচকে দেখা যায়- ঢাকার উপরে প্রথম অবস্থানে আছে দিল্লি, সেখানকার বায়ুর মান ২০৬। তৃতীয় অবস্থানে আছে কাঠমুন্ডু, সেখানকার বায়ুর মান ১৯০।

একিউআই অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি মধ্যম মানের বায়ু, ১০১ থেকে ১৫০ হলে সাবধানতা বা সতর্কীকরণ করা হয়। বায়ুর মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়।আর ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে ধরা করা হয়। সে হিসাবে আজকে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর। সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়