প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৭
ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি মোহাম্মদ শাহআলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হসিনা আক্তার প্রমুখ।
|আরো খবর
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নূতন প্রজন্মের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। একটি জাতিকে মেধাহীন করার জন্যে হানাদার বাহিনী ও তাদের দোসররা ১৪ ডিসেম্বর এই ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছিল।