প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাজীগঞ্জ পৌরসভার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
|আরো খবর
শ্রদ্ধা নিবেদনের পর কলেজ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম। সভায় বক্তৃতা করেন প্রভাষক মো. ইমাম হোসাইন, সিনিয়র শিক্ষক মঈনুল হোসেন, মহিন উদ্দিন, আসমা বেগম, রিনা চৌধুরী, শিহাবুল সালেকী এবং শিক্ষার্থীদের মধ্যে আসফাক মজুমদার নাবিল, আল যুবায়ের, রবিউল ইসলাম সানী, লিমা আক্তার ও আরেফীন আক্তার।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধে তাঁদের অবদান স্মরণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী ইনসানা আক্তার এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক তপু রায়। শেষে শহীদদের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।