শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১৫:১৯

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ চিকিৎসার আর্থিক সাহায্যের চেক ও ফ্যামিলি কিট বক্স এবং ট্রাই সাইকেল বিতরণ

শেখ হাসিনা সরকার সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে আছে : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
শেখ হাসিনা সরকার সব সময় অসহায় দুঃস্থ  মানুষের পাশে আছে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সবসময় অসহায় দুঃস্থ মানুষের পাশে রয়েছে। জনগণের সরকার আছে বলে রাষ্ট্রের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এজন্য শেখ হাসিনা সরকার অসহায় মানুষের জন্য তার সরকারের গৃহীত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তায় ১৬-১৭ ভাগ বরাদ্দ রেখেছেন। আগে কোন সরকারের সময় শেখ হাসিনার সরকারের মত সামাজিক নিরাপত্তায় কখনো এত বাজেট রাখেনি। শেখ হাসিনা সরকার আছে বলেই তা সম্ভব হয়েছে। তিনি শনিবার(১৫ জুন) বেলা ১২টার সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ চিকিৎসার আর্থিক সাহায্যের চেক ও ফ্যামিলি কিট বক্স এবং ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। তিনি আরো বলেন আমরা চাঁদপুরকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোরগ্যাং মুক্ত করতে চাই। প্রত্যেককে যার যার অবস্থান থেকে পাড়া মহল্লায় কোথাও যেন এসব না থাকে নজর রাখবেন। এসব কাজে যাতে কেউ জড়িত না হয় আপনারা নিভৃত করার চেষ্টা করবেন প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। যাতে এই সর্বনাশা পদ থেকে আমাদের কিশোর তরুণদের মুক্ত করে নিয়ে আসতে পারি। মাদক সন্ত্রাস কিশোর গ্যাং, নারী নির্যাতন জঙ্গিবাদ এইসব বিষয়ে আমার শতভাগ জিরো টলারেন্স সে যেই হোক এসবের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। মন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ কে আমাদেরই সুন্দর করতে হবে। আমাদের সন্তানের শিশু কিশোর তরুণ যুবক যে বয়সেরই হোক না কেন তাদের ভবিষ্যৎ কোনভাবেই অন্যায় কাজে প্রভাবিত না হয়। এ ব্যাপারে সকল মহল এমনকি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি। ডাঃ দীপু মনি এমপি বলেন, শেখ হাসিনা সরকার চায় যে, দেশটা এগিয়ে যাবে। কোন একটা মানুষও পিছিয়ে থাকবে না। এবং তার জন্য শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বার, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির সুমন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ ও সাংবাদিক এমআর ইসলাম বাবু। স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, রেবেকা সুলতানা মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা, সুবিধাভোগী পরিবারের সদস্য বৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী একই স্থানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার কিডনী লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তা কর্মসূচির আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির জন্য মোট ২৫৬ জন রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ২৮ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।পরে বিতরণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক। এর পর বিতরণ করেন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও ঝরে পড়া শিশুদের মাঝে ইউনিসেফ হতে প্রাপ্ত ফ্যামিলি কিট বক্স এবং প্রতিবন্ধী দশজনের মাঝে ট্রাই সাইকেল বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী। সবশেষে মন্ত্রী ডাঃ দীপুমনিএমপি বিকাল ৪ টার সময় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার জাতীয় মহিলা সংস্থা, কর্তৃক আয়োজিত"নারী উদ্যোক্তা মেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়