শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ মে ২০২৪, ১৭:১৮

চাঁদপুরে উপজেলা নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে উপজেলা নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুরের উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলা থেকে চেয়ারম্যান পদসহ মোট ৩০ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনায়ন প্রত্যাহারের দিনে চাঁদপুর সদর উপজেলা থেকে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফারুক মুরাদ ও একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জা শিউলী পারভীন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ২৩ এপ্রিল এই তিন উপজেলায় ৩০ জন প্রার্থীর মধ্যে ২৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ এবং ৪ জনের বাতিল করা হয়। এর মধ্যে আপিল করে দুইজন তাদের প্রার্থিতা ফিরে পান। এই তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে ২ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে।আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়