সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ২০:১৯

সংস্কৃতির বিকাশ হলেই মনের বিকাশ ঘটবে

-----------------------বিআরআইসি চেয়ারম্যান নূরুল আমিন

অনলাইন ডেস্ক
সংস্কৃতির বিকাশ হলেই মনের বিকাশ ঘটবে

বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন বলেছেন, সংস্কৃতির বিকাশ ঘটলেই মনের বিকাশ ঘটবে। আর মনের বিকাশ ঘটলেই অপরাধ ও অভিযোগ হ্রাস পাবে। আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞান মনস্ক হতে হবে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। তবেই আমাদের মুক্ত মনের বিকাশ ঘটবে। আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পরিশ্রম করতে হবে। যেমনটি আমি আমার জীবনে করেছি। ফলে আমি এই পর্যন্ত যা চেয়েছি, তার সবই পেয়েছি। আমি আশাবাদী আমাদের ফরিদগঞ্জ উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন প্রতিভা অন্বেষণে কাজ করে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসে।

৯ মার্চ শনিবার বিকেলে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহযোগিতায় স্বপ্ন আঁকো ও বিজ্ঞান উৎসবের চিত্রাকংন ও বিজ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ফরিদগঞ্জ কলাবাগানের ফিরোজা-কলিম মঞ্চে সংগঠনের শিশু সংগঠক সানজিদা নবী আদ্রিতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকরাম ছিদ্দিকী ও উপঝেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রকৌশলী ইমরান হাবিব রুমন। ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান ও সংগঠক শামীম হাসানের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু সংগঠক ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, সাবেক সংগঠক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম শাহীন, চিত্রকর অভিজিৎ রায় প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগি তায় বিজীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়