শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৬:০৪

চাঁদপুরে গণপ্রকৌশল দিবস পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গণপ্রকৌশল দিবস পালিত

‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে আইডিইবি চাঁদপুর জেলা শাখা।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো. সাকাওয়াৎ আলী।

তিনি বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রত্যেক পেশার লোকদেরকেই দক্ষতা অর্জন করা দরকার। আমাদেরকে নতুন উদ্ভাবনের দিকে নজর দিতে হবে। আমাদের দেশের জনগণই হচ্ছে সম্পদ। এই জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এগিয়ে যাব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করি।

সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আলী নুর।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর উপজেলার সামনে থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়