শনিবার, ২৯ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৯:৩২

ফরিদগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে দিবসের সূচনালগ্নে বুধবার (২৬ মার্চ ২০২৫) প্রত্যুষে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের নেতৃত্বে থানা পুলিশ, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এরপর সকাল সাড়ে ৮টায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ, আনসার, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুলিশের এসআই পিয়াস বড়ুয়ার নেতৃত্বে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমকে অভিবাদন জানান।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ঈদ উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, জেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ভূইয়া, হাবিলদার (অব.) আবুল কালাম, সাাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ পাটওয়ারী প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়