প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর ও হাইমচরের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়
সামনে নির্বাচন, এখন কোনো রাগ ক্ষোভ হতাশা নয়
----শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই দুই উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরস্থ তাঁর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
|আরো খবর
সভার শুরুতে শিক্ষামন্ত্রী তাঁর স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই কাছাকাছি। এ নির্বাচন দেশের জন্য এবং আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে গেছেন, তা ধরে রাখতে হলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
তিনি নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড শুধু জনগণের সামনে তুলে ধরেন। দেখবেন বিএনপির ষড়যন্ত্র আর মিথ্যাচার ধোপে টিকবে না। মন্ত্রী বলেন, দল টানা তিন মেয়াদে ১৫ বছর ক্ষমতায়। দলের নেতা-কর্মীরাই স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে আছেন। ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে পাওয়া না পাওয়া নিয়ে দুঃখ, বেদনা, রাগ, ক্ষোভ, হতাশা থাকতেই পারে। কিন্তু এসব রাগ, ক্ষোভ, হতাশা দেখানোর সময় এখন না। নির্বাচনে প্রভাব পড়বে এমন কিছুই এখন করা যাবে না। যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক তাদের এখন লক্ষ্য একটাই থাকবে- নৌকার জয়। তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরের সকল ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলবো- আপনারা নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড একনজরে জনগণের সামনে তুলে ধরুন। তিনি বিগত নির্বাচনে যেসব কেন্দ্র কমিটি ছিল সেসব কমিটি নিয়ে বসার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা ২০০৮ সালের নির্বাচনের ন্যায় বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, মনোনয়ন কে পাবে কে পাবে না এসব বিষয় মাথা থেকে ফেলে দেন। আমাদের এমপি এখনো মন্ত্রী এবং দলের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। আমরা মনে করি এই আসনে ডাঃ দীপু মনির সমকক্ষ প্রার্থী এখনো আসেনি। আমরা সবাই যেহেতু এই জায়গায় একমত, তাই শেখ হাসিনা এর বাইরে অন্য চিন্তা করবেন না এটাই আমরা বিশ্বাস করি।
জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।