শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৫:৩৭

রেবেকা মমিনর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
রেবেকা মমিনর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শোক প্রকাশ

নেত্রকোনা- ৪ আসনের এমপি,

আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিনী

রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী বলেন

রেবেকা মমিন তাঁর নির্বাচনী এলাকা মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য শত শত কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি বিনা শর্তে দান করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়তে ২০২০ সালের নভেম্বরে ৪ কোটি টাকা দামের ব্যক্তিগত জমি দান করে যে নজির স্থাপন করেছেন তা সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবন যাপন করতেন এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়নে তার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শবান রাজনীতিবিদকে হারালো।

প্রসঙ্গত, আজ ভোর সাড়ে চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়