রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৯:৩৩

শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে শিক্ষামন্ত্রী

জনগণ আবারো নৌকায় ভোট দিবে

মিজানুর রহমান
জনগণ আবারো নৌকায় ভোট দিবে

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, মহান রাব্বুল আলামিন চান আমরা দেশের মানুষ যেন আরো ভালো থাকি, দেশটা যেন সুন্দর হয়। সেটা করার জন্যে সামনে একটা নির্বাচন আসছে। আমরা বিশ^াস করি, জনগণ আরো ভালো থাকার জন্যে আবারো নৌকায় ভোট দিবে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলাদেশ দিয়ে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্যে কাজ করছেন। আগামী দিনে আমাদের শিক্ষার্থীরাই হবেন বাংলাদেশের স্মার্ট নাগরিক। এজন্যে তাদেরকে দক্ষ করে তোলার জন্যে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। তারা আনন্দের সাথে বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন করে করে শিখছে।

গতকাল ২৭ জুন মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চাঁদপুর-হাইমচরের দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপ্রধানে ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ও তাঁর সরকার সবসময় জনগণের পাশে আছে। বাংলাদেশে এখন অনাহারে মৃত্যু নেই। সবার পেটে খাবার আছে। প্রত্যেকটা মানুষ খেয়ে-পরে বাঁচতে পারছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সরকার অতি দরিদ্রদের জন্যে অনেক কিছুই করছে। যাদের ঘর নেই, জায়গা নেই, সরকার তাদের মাথা গোঁজার জন্যে ঘর নির্মাণ করে দিচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, বিজ্ঞান প্রযুক্তিতে এই যে বিশাল উন্নতি হয়েছে, তার সকল কিছুতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা, সাহসিকতা, দৃঢ়তা রয়েছে। দেশের প্রতি ভালোবাসায় দেশটাকে সঠিক পথে চালাচ্ছেন বলেই আজকে আমাদের দেশটা অনেক এগিয়ে গেছে।

তিনি বলেন, আমরা চাই দেশটা আরো ভালো চলুক। আজকে হজে¦র দিন, আমরা সবাই শেখ হাসিনার জন্যে দোয়া করবো। আমাদের দেশটা যেন আরো ভালো থাকে ও সুন্দর হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন, সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন শিক্ষামন্ত্রী চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এরপর তিনি চাঁদপুর ও হাইমচর উপজেলার ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারের চাল বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়