শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ মে ২০২৩, ০৮:১৮

চট্টগ্রামে কনটেইনার চাপায় নিহত বাবা-ছেলের বাড়ি মতলবে

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে কনটেইনার চাপায় নিহত বাবা-ছেলের বাড়ি মতলবে

চট্টগ্রামে চলন্ত লরি থেকে পড়ে যাওয়া কনটেইনার চাপায় নিহত বাবা ও ছেলের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন মোঃ ইউনুছ মিজি (৫৯) ও ছেলে আবদুর রহিম (৩০)। তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ সদর থানার পোস্ট অফিস সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে। নিহত ইউনুছ মাঝি খাদ্য বিভাগের অধীন চট্টগ্রামের সাইলো অপারেটিং জেটিতে কর্মরত ছিলেন। সে সুবাদে তারা দীর্ঘদিন পরিবার নিয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বসবাস করে আসছেন।

ঘটনার দিন বুধবার ১০ মে বেলা ১২টায় বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজারে চলন্ত লরি থেকে কনটেইনার ছিটকে পড়ে রিক্সা আরোহী তারা বাবা-ছেলে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টিল মিল বাজারে আলী প্লাজার সামনে লরি থেকে একটি কনটেইনার পড়ে পাশ দিয়ে যাওয়া একটি রিকশার উপর। এ সময় রিকশায় থাকা দুজন চাপা পড়েন। ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে লরিটি সরায়। দুর্ঘটনায় রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

পতেঙ্গা থানার ওসি জায়েদ নূর বলেন, ‘চলন্ত লরি থেকে কনটেইনার রিকশার উপর পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজন রিকশার যাত্রী বলে মনে হচ্ছে। এ ঘটনায় একজন আহত আছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়