প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০
আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
চাঁদপুরে নানা কর্মসূচি
আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস-এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। বাংলাদেশেও এই দিবসকে সামনে রেখে দিনব্যাপী চলবে নানা আয়োজন।
|আরো খবর
শান্তিতে প্রথম নোবেল বিজয়ী তিনি। যুদ্ধে আহতদের সেবা দেবার প্রথম উদ্যোগও তাঁর। বিশ্ব মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেড ক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট। পুরো বিশ্বে তার দেখানো মানবতার পথে যুগে যুগে হেটেছে লাখো অনুসারী। বাংলাদেশও পিছিয়ে নেই।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা সংকট। চারদিকে যখন গ্রহণকাল, সবাই নিজেকে কেবল গুটিয়ে নিতে চায়, তখন কিছু মানুষ নিঃস্বার্থভাবে এগিয়ে নিজের কষ্টের বিনিময়ে অন্যের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবকরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন সারাবছর। তাদের পরিচয়, তারা রেডক্রিসেন্ট কর্মী।
সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও সুরক্ষিত এবং আরও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ও চেষ্টায় অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এ বছর দিনটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইব ঐঁসধহকওঘউ. করহফ শব্দটির সাধারণ অর্থ ‘দয়া’ হলেও রেড ক্রস/রেড ক্রিসেন্ট ‘সহানুভূতি’ শব্দ ব্যবহারেই পছন্দ করে। কারণ, প্রতিষ্ঠানটির মূলনীতি-বিশেষত ‘মানবতা’র মর্মকথা এবং সমকালীন আন্তর্জাতিক মানবিক আচরণবিধির বার্তা হচ্ছে সাহায্য-সহযোগিতা পাওয়া দুর্গত/বিপদাপন্ন মানুষের অধিকার; কোনোভাবেই দয়া প্রদর্শন নয়। তাই মানবিক প্রতিষ্ঠান হিসাবে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট অসহায় মানুষের প্রতি দয়া করে না; বরং তাদের দুর্দশায় সহানুভূতি জানাতেই সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়। রেড ক্রস বিশ্বাস করে, মানুষকে দয়া করলে তার সাময়িক প্রয়োজন মেটে; কিন্তু সহানুভূতি জানালে একই মানুষের মধ্যে আশা জাগে, অবস্থা উত্তরণে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মায়। শুধু সহানুভূতি জানানোই নয়, মানুষের অসহায়ত্ব লাঘবে রেড ক্রস সব সময় তাদের সম্পৃক্ত, প্রযোজ্য ক্ষেত্রে ক্ষমতায়ন (এমপাওয়ার) করে, যা তাদের মানুষ হিসাবে সম্মানীয় ভাবতে অনুপ্রেরণা দেয়।
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ চাঁদপুরে যেসব কর্মসূচি উদযাপিত হবে : সকাল ৯টায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ব্লাড গ্রুপ নির্ণয়, হাসপাতালের গরিব রোগীদের খাবার বিতরণ, সেবামূলক কার্যক্রমের স্থিরচিত্র প্রদর্শনী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও বাইরের সদস্য দ্বারা চিত্রাংকন প্রতিযোগিতা। রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিটের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। সভাপতিত্ব করবেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।