প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন
------পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
![শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন](/assets/news_photos/2023/04/29/image-32355.jpeg)
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাঁর গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
২৮ এপ্রিল শুক্রবার বিকেলে ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়ায় শাড়ি-লুঙ্গি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়, দুর্নীতিগ্রস্ত, এতিমদের টাকা লুট করে, আগুন সন্ত্রাস করে, আগামী জাতীয় নির্বাচনে আপনারা নিশ্চয়ই তাদেরকে ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দিয়ে দিবেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমাদের বিজয়কে অব্যাহত রাখতেই হবে। এছাড়া কোনো পথ খোলা নেই। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন নৌকায় ভোট দেয়ার অপরাধে আমাদের চোখ উপড়ে ফেলেছে, হাত-পা কেটেছে, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ও ধ্বংস করে দিয়েছিলো। এটা বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন সরকার, চাঁদপুর বারের এপিপি অ্যাডঃ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক, গোলাম নবী খোকন, কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ।