প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
কোড়ালিয়া যুব সমাজের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে
----শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
![বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে](/assets/news_photos/2023/04/11/image-31788.jpg)
চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টায় গণি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোড়ালিয়া যুব সমাজ আয়োজিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, রোজার মাস সংযমের মাস। একই সঙ্গে এই মাস হচ্ছে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর মাস। আমরা শুধু এ মাসেই নয়, সারা বছরই আওয়ামী লীগ তথা ছাত্রলীগ মানুষের পাশে রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে, মানুষের জন্যে কাজ করতে। আমাদের ছাত্রনেতা ও যুবনেতারা বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। এ সময় শিক্ষামন্ত্রী এমন ভালো কাজের জন্যে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন ও কোড়ালিয়া যুব সমাজের সকলকে ধন্যবাদ জানান।
|আরো খবর
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে.আর. ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াস, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ।
এছাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদশা খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, বর্তমান সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান সাদ্দাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, খেজুর, সেমাই, চিনি ও দুধ। মোট ২শ’ ১০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।