রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪

ফরিদগঞ্জে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান

আগামী নির্বাচনে অনেক চমক অপেক্ষা করছে

প্রবীর চক্রবর্তী
আগামী নির্বাচনে অনেক চমক অপেক্ষা করছে

গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। ভোটার তালিকা হালনাগাদ করার সাথে সাথে এই সংক্রান্ত নানা কাজ চলছে। এরই মাঝে বর্তমান নির্বাচন কমিশন চেষ্টা করেছিল অন্তত ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সেটি হচ্ছে না। এখন আমাদের কাছে যতগুলো সচল ইভিএম মেশিন রয়েছে, সেগুলো দিয়ে শহর কেন্দ্রিক কেন্দ্রে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আপনাদের জন্যে নির্বাচনে অনেক চমক রয়েছে। যথাসময়ে সেগুলো আপনাদের দৃষ্টিগোচর হবে। আমাদের মেয়াদ প্রায় একবছর হতে চলল। ইতিমধ্যেই আমরা সংসদ উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ , পৌরসভা এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাতেও একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেমন হয়েছে সাক্ষী আপনারা। আশা করছি আামরা ভোটারদের প্রত্যাশা মেটাতো সক্ষম হবো। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। সেখানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কর্তব্য আমাদের সার্বিক সহযোগিতা করা।

তিনি আরো বলেন, নির্বাচনে আমরা রেফারির ভূমিকায় থাকবো। কিন্তু নির্বাচনী খেলার মাঠে রাজনৈতিক দলগুলো থাকবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে সকল পক্ষকে মাঠে থাকতে হবে। আশা করছি নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে। ইতিমধ্যেই মাঠে আমরা রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করছি। তবে অবশ্যই নির্বাচনের পূর্বে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব সকল পক্ষের।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনারের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি আঃ মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আঃ ছোবহান লিটন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি এইচ এম হারুনুর রশীদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়