মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুন ২০২২, ২১:২২

সীতাকুণ্ডে নিখোঁজ ৪ জন দমকল কর্মীর ১ জন কচুয়ার ইমরান

মেহেদী হাসান
সীতাকুণ্ডে নিখোঁজ ৪ জন দমকল কর্মীর ১ জন কচুয়ার ইমরান
নিখোঁজ মোঃ ইমরান হোসেন মজুমদার।

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৪ দমকলকর্মীর মধ্যে ১জন চাঁদপুরের কচুয়ার ইমরান বলে নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রন ও উদ্ধার কাজে যান কুমিরা ফায়ার স্টেশনের লিডার মো. ইমরান হোসেন মজুমদার (৪০)। এ সংবাদ লেখা পর্যন্ত ইমরান হোসেন মজুমদারের কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তাদের ৯জন দমকল কর্মী নিহত হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত তাদের ৪ দমকলকর্মী নিখোঁজ রয়েছে।তার মধ্যে ১ জন চাঁদপুরের কচুয়ার মো. ইমরান হোসেন মজুমদার।

মো. ইমরান হোসেন মজুমদারের ভাই সোলাইমান হোসেন জানান, শনিবার রাত ৮টার পূর্বে আমার ভাই ইমরান মুঠোফোনে তার স্ত্রীর সাথে শেষ কথা বলেন। তারপর সীতাকুন্ডে বিস্ফোরণের সংবাদ পেয়ে তার স্ত্রী তাকে বার বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। রোববার সকালে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও পরিবারের লোকজন চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে এখন পর্যন্ত আমরা তার সন্ধ্যান পাইনি। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি।

নিখোঁজ ইমরানের স্বজন কবির হোসেন ও শাহিনুর জানান, ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন, তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ারম্যান ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনের লিডার পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য যে নিখোঁজ মো. ইমরান হোসেন মজুমদার চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের সিংড্ডা গ্রামের মকবুল হোসেনের ছেলে । তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়