মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০

জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান

জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান যোগদান করেছেন। গতকাল ১ জুন বুধবার তিনি তাঁর নয়া কর্মস্থল চাঁদপুরে যোগদান করেন এবং চাঁদপুরে প্রথম কর্মদিবস অতিবাহিত করেন। কামরুল হাসান জেলা প্রশাসক হিসেবে প্রথম, আর চাঁদপুরের জন্যে ২১তম জেলা প্রশাসক।

গতকাল বুধবার দুপুরে সপরিবারে তিনি প্রথমে সার্কিট হাউজে আসেন। সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। কুশল বিনিময় শেষে তিনি নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন।

নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের জন্মস্থান বরিশাল জেলা সদরের কাশিপুর উপজেলায়। তাঁর বাবা-মা দুজনই গ্রামের বাড়িতে থাকেন। চার ভাই-বোনের মধ্যে কামরুল হাসানের অবস্থান ২য়। ছোট ভাই কাশিপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। বড় বোন বরিশাল গৌরনদী মহিলা কলেজের প্রভাষক। ছোট ভগ্নিপতি ডিজিএফআই-এর একজন কর্মকর্তা।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি। এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকা বিয়াম স্কুলের প্রাথমিক বিভাগে নার্সারিতে অধ্যয়নরত ছিলো। ছোট ছেলে এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেনি। তাঁর স্ত্রী একজন আদর্শ গৃহিণী।

বিসিএস-এর ২৪তম ব্যাচের এই কর্মকর্তা গত প্রায় দুই বছর স্বাস্থ্য মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম একাডেমি)তে। মাঠ পর্যায়ে দুই উপজেলায় ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা। প্রথমে ফরিদপুরের নগরকান্দা ও পরে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়