প্রকাশ : ২৮ মে ২০২২, ১৬:৫২
নৌপরিবহণ প্রতিমন্ত্রীর আগমনে নতুন সাজে চাঁদপুর নৌবন্দর
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে চাঁদপুর নৌবন্দর। পরিবর্তন করা হয়েছে প্লাটুনের সংযোগ সিড়ি, বৃক্ষরোপন করা ছাড়াও নীল-সাদা রঙে রঙিন হয়েছে প্লাটুন সীমানা। চতুর্দিকে পরিচ্ছন্নতার ছাপ। এ যেন নতুন কোন নৌবন্দরকে দেখছে চাঁদপুরবাসী।
|আরো খবর
আজ ২৮ মে (শনিবার) নৌপরিবহণ প্রতিমন্ত্রী একদিনের সফরে চাঁদপুর আসেন। এই দিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চাঁদপুরে আসেন। তাঁর আগমনকে কেন্দ্র করেই কোলাহলপূর্ণ, শৃঙ্খলহীন চাঁদপুর মাদ্রাসা ঘাটের নৌবন্দরটি শৃঙ্খলে রুপ নেয়।
এই দিন চাঁদপুর নৌঘাটে ঢাকা ও চাঁদপুরগামী যাত্রীরা রঙিন চাঁদপুর নৌবন্দর দেখে অবাক হন। অনেককেই সেলফি তুলতে দেখা গেছে। যারা কাছ থেকে উপভোগ করেছেন এ দৃশ্য তাদের অনেকেরই দাবী শুধুমাত্র নৌপরিবহন প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করেই কেন এমন সাজ? সারাবছর কী এমন সুশৃঙ্খল পরিবেশ নদীবন্দরে রাখা যায় না?