প্রকাশ : ০৩ মে ২০২২, ১২:২৫
দেশের সমৃদ্ধি আর শান্তি কামনা করে চাঁদপুরে ঈদের জামাত
লক্ষ মুসল্লির নামাজ আদায়
পবিত্র সিয়াম সাধনার ৩০ রমজান শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দেশ ও জাতির সমৃদ্ধি আর শান্তি কামনা করে চাঁদপুরে ঈদের নামাজ আদায় করেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। ৩ এপ্রিল মঙ্গবার সকাল থেকেই ধনী, গরীব, উচু, নীচু প্রতিটি মুসলিম পরিবারে পরিলক্ষিত হয় উৎসবের আমেজ। তারা ভোরের আলো ফোটার পর থেকেই নামাজ আদায়ের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখে আল্লাহর সানিধ্য লাভের আশায় পাক পবিত্র হয়ে ঈদগাহে ছুটে আসেন। তাদের স্বস্ফুর্ত অংশগ্রহণে প্রতিটি ঈদগাহ পরিপূর্ণ হয়ে উঠে। তারা দেশ ও জাতির কল্যাণ কামনাসহ নিজেদের অজান্তে ঘটে যাওয়া ভুলের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন। দোয়া কামনা করেন মৃত বাবা-মাসহ জানা অজানা সকল মরহুমদের জন্য।
|আরো খবর
করোনার ভয়াবহতা কাটিয়ে দীর্ঘ ২ বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে পেরে সকলের মাঝেই দেখা যায় উৎবের আমেজ। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। প্রতিটি ঈদগাহই রুপ নেয় মিলন মেলায়। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা শেষে প্রাকৃতিক বিপর্যহীন পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে সকলেই সন্ত্যোষ্টি প্রকাশ করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করেন।
নিরাপদে নামাজ আদায়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ঈদগাহে পরিলক্ষিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম নামাজ। এখানে নামাজ আদায় করেন প্রশাসনিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মুসল্লিগণ। এছাড়াও সকাল সাড়ে ৭টায় চাঁদপুর চেয়ারম্যান ঘাটা, সকাল ৮টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ, বাবুর হাট স্কুল এন্ড কলেজ মাঠ, জেলা কারাগার জামে মসজিদ, ওচমানিয়া কামিল মাদ্রাসা, সকাল সোয়া ৮টায় চাঁদপুর আউটার স্টেডিয়াম, চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যলয় মাঠ, সকাল সাড়ে ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স ময়দান, শহরস্থ বেগম জামে মসজিদ, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠ, পুরানবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠ, দক্ষিণ গুনরাজদী আহম্মাদীয়া ঈদগাহ, পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, টেকনিক্যাল স্কুল মাঠ, রামদাসদী বায়তুল নূর জামে মসজিদ ঈদগাহ, মসজিদে গোর এ গরিবা জামে মসজিদ, সকাল পৌনে ৯টায় বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ, সকাল ৯টায় দ্বিতীয়বারের মত নামাজ আদায় হয় শহরের চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিটি জামাতেই ছিল মুসল্লীদের সু- শৃঙ্খল ব্যাপক উপস্থিতি। নামাজের সুবিধার্থে প্রতিটি ঈদগাহে বিশাল সামিয়ানা টাঙানো হয়।