প্রকাশ : ০৩ মে ২০২২, ০৯:১৪
আজ পবিত্র ঈদুল ফিতর
আজ পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। সোমবার ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ৩ মে মঙ্গলবার চাঁদপুরসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
|আরো খবর
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। এরই মধ্য পাড়া মহল্লায় বেজে উঠছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতিচেনা গানের প্রিয় সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...।’
চাঁদপুর পৌর ঈদগাহে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা পালন করেছেন। সোমবার ৩০ রোজা পূর্ণ হয়েছে।