রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ মে ২০২২, ১৭:২১

ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

মিজানুর রহমান
ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

‘ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটিতে

চাঁদপুর লঞ্চঘাট ও স্টিমার ঘাটে ভোগান্তির খবর বিগত বছরগুলোতে দেখা গেছে। কিন্তু এবার ঈদুল ফিতরে কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীরা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্য চাঁদপুর লঞ্চ ঘাটে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস,কোস্টগার্ড এর পক্ষ থেকে সমন্বয় টিম দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

বিগত দিনে নৌপথের যাত্রীদের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ গুলো আসতো সেগুলো এবার নেই বললেই চলে। তারপরও কারো যদি কোন অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে চাঁদপুর লঞ্চঘাটে স্থাপিত কন্ট্রোলরুমে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদপুর সদর এসিল্যান্ড হেলাল চৌধুরী, এএসপি সদর সার্কেল আসিফ মহিউদ্দীন লঞ্চঘাটে উপস্থিত থেকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ মনিটরিং করছেন।

কমিউনিটি পুলিশের কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরাও মানুষের সেবায় এগিয়ে এসেছেন।তারা ঘাটে লঞ্চ ভিড়ার সাথে সাথে যাত্রীদের পন্টুনে নামের ক্ষেত্রে শৃংখলার সাথে সহযোগিতা করছে। নৌ ফায়ার সার্ভিস সদস্যদের তাদের কাজে সহযোগিতা করতে দেখা যায়।

চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, ঈদে সিডিউল অনুযায়ী সবগুলো লঞ্চ আমাদের নির্দেশনা মেনে যথাসময়ে লঞ্চ টার্মিনালে আগমন ও নির্গমন করছে।

বর্তমানে টার্মিনালের অবস্থা সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়