শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ২২:৩৮

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন

পূরণ হয়েছে উপজেলাবাসীর প্রাণের দাবি ॥ রাজস্ব খাত হলেই বাড়বে সেবা

স্টাফ রিপোর্টার
পূরণ হয়েছে উপজেলাবাসীর প্রাণের দাবি ॥ রাজস্ব খাত হলেই বাড়বে সেবা

বহুল কাক্সিক্ষত ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি দ্রুত রাজস্ব খাতের আওতায় এলেই সেবার মান আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই দ্বিতীয় শ্রেণীর স্টেশনটি মাত্র ১৩ জনের জনবল নিয়ে উপজেলায় কাজ করছে।

সূত্র মতে, স্টেশনে যে ১৩ জন ফায়ার ফাইটার নিয়োজিত রয়েছেন, তারা সবাই সংযুক্ত। ৩ তলা বিশিষ্ট এই কার্যালয়টিতে আগুন নিয়ন্ত্রণের জন্যে ২টি অত্যাধুনিক গাড়ি রয়েছে। গাড়িগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে প্রথম কল পানিবাহী গাড়ি। যার পানি ধারণ ক্ষমতা ১৮০০ লিটার। এটি শুধু ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় কাজ করতে পারবে। পাশাপাশি ২য় গাড়িটি হচ্ছে টানা গাড়ি। অর্থাৎ ২য় গাড়িটি যে কোনো দুর্গম এলাকা থেকে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে।

এসব তথ্য নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সালাউদ্দিন বলেন, অপারেশনের জন্যে এখানে সবই রয়েছে। দক্ষ ফায়ার ফাইটারগণকে এই স্টেশনে সংযুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি হওয়ায় উপজেলাবাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে। উল্লেখ্য, চলতি ২০২২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় ফরিদগঞ্জের এমপি সাংবাদিক শফিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়