শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৭:২৮

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

চাঁদপুরকণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

চাঁদপুরের সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে জেলা প্রশাসনের পক্ষে ডিসি অঞ্জনা খান মজলিশ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা বিএনপি, জাতীয় পার্টি,

চাঁদপুর রেলওয়ে থানা, আনসার ভিডিপি, সিভিল সার্জন চাঁদপুর, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর গনপূর্ত বিভাগ, এলজিইডি চাঁদপুর, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর মৎস্য ও গবেষণা ইউনিট, চাঁদপুর কৃষি বিভাগ, চাঁদপুর মৎস্য বিভাগ, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে পববর্তী কর্মসূচীর শুরু হয়।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার অংশগ্রহনে কুচকাওয়াজ এবং মনমুগ্ধকর শারিরীক কসরত প্রদর্শিত হয়। এসব পর্বে অংশগ্রহনকারী মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণ পূর্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জাতির পিতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বাংলার নিপীড়িত জনগণ সশস্ত্রযুদ্ধে লীপ্ত হয়ে ছিনিয়ে আনেন স্বাধীনতার নতুন সূর্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে রচিত হয় লাল-সবুজের পতাকা এবং প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নামের নতুন ভুখন্ডের।

ডিসি বলেন, সেদিন জাতির পিতার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অকুতোভয় বীর বাঙালি। এ যুদ্ধছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যয়ের যুদ্ধ, শোষণের বিরুদ্ধে শোষিতের যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ এবং বঞ্ছনার বিরুদ্ধে অধিকার আদায়ের যুদ্ধ। সে যুদ্ধেই আমরা বিজয় ছিনিয়ে এনেছি। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে উত্তেলিত করে মাথা উচুঁ করে বিশ্বের বুখে বাঁচতে শেখায়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ ও সাংবাদিক এমআর ইসলাম বাবু’র যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এরপর দিবসের কর্মসূচীর আলোকে বেলায় ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন এবং বাদ জোহর মসজিদগুলো বিশেষ দোয়া, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা করে শীহদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন দলীয় কর্মসূচী পালন করেন। সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সকাল ৮টায় শহরের অঙ্গীকার পাদদেশে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহরে মিছিল বের করে অঙ্গীকার পাদদেশে উপস্থিত হয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় চাঁদপুর জেলা বিএনপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়