সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ১৯:৩৫

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর। তাদের কর্মযজ্ঞের মধ্যদিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। এই ক্ষুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এই ক্ষুদে শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে আরও পরিচিত করে তুলবে। সোমবার দুপুরে দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারিতে আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ক্ষুদে ক্রীড়াবিদদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেড মাঠ প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশেষ অতিথিরা স্টেজে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন। পরে অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বাধন ঘোষণা করেন। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে ১৯ মার্চ পর্যন্ত অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল ট্রেনিস ও সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের আটটি শিক্ষা বোর্ডের আওতায় চারটি অঞ্চল থেকে ৮শ’ ২৪ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু বক্কর ছিদ্দীক, কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার হোসেন।

রবিবার রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রি। এর আগে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্স ল্যাবের উদ্বোধন করে ল্যাবটি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. কামরুজ্জামান ও প্রক্টর ড. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্থাপিত ওই ল্যাব উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে প্রথম এবং অত্যাধুনিক। এর মাধ্যমে মানুষ, প্রাণী ও উদ্ভিদের যেকোনো ধরনের রোগের কারণ ও জীবন রহস্য উন্মোচন করা যাবে। সেই অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ল্যাব করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়