প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৪
মেঘনায় সুরভী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর সাথে বালুভর্তি জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। বুধবার ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় অবাধে বালু বহনকারী বাল্কহেড চলাচলের কারণে এই দুর্ঘটনা বলে জানা যায়। নিমজ্জিত বাল্কহেড চাঁদপুর থেকে ড্রেজারের বালু বহন করে ঢাকার দিকে আসতেছিল। এই ঘটনায় প্রাণহানির খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে সুরভী লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা অক্ষত ছিল। বৃহস্পতিবার সকালে নিমজ্জিত বালুর জাহাজটি উদ্ধারে কাজ চলতে দেখা যায়।