শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার।।
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করছেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। পাশে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করছেন তিনি।

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মো. খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর-এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান। এ জেলায় তিনি নতুন এসেছেন। যোগদানের পর তাঁর সভাপতিত্বে এটাই প্রথম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা।

এরপর অপরাহ্নে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়