প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২:২৮
পচা ইলিশের অবৈধ প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান
আড়তদারকে লাখ টাকা জরিমানা

পচা ইলিশ মাছের অবৈধ প্রক্রিয়াজাতকরণের অভিযোগে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন এলাকায় বাদশা মাল নামে একজন নৌকা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
|আরো খবর
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের উপস্থিতিতে পচা ইলিশের অবৈধ প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে চাঁদপুর শহরের রেলওয়ে স্টেশনে অবস্থিত মো. বাদশা মাল নামে নৌকার মালিকের বিরুদ্ধে অবৈধভাবে ইলিশ প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।








