বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২২:২৩

হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. রাসেল তালুকদার (৩২) এবং মো. মাহবুব (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আইনী ব্যবস্থাগ্রহণের জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়