সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১:০৩

দুবাইয়ে খুন হলো মতলব উত্তরের সবুজ

মাহবুব আলম লাভলু
দুবাইয়ে খুন হলো মতলব উত্তরের সবুজ

মতলব উত্তর উপজেলার সবুজ (৩৬) দুবাইয়ে খুন হয়েছেন। শুক্রবার রাত নয়টায় তাকে খুন করা হয়। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর মিয়াজী বাড়ির মরহুম আমছর আলীর একমাত্র ছেলে সবুজ।

জানা যায়, সবুজ এক বছর ১০ মাস পূর্বে অনেক ধারদেনা করে দুবাই যান। দুবাই যে বাসায় থাকতেন সেখানে ওমানের এক লোক ভাড়া থাকতেন। সে লোকের কাছে বাসা ভাড়ার টাকা চাইতে গেলে সে সবুজকে খুন করে। দুর্গাপুরের রুবেল নামে দুবাই প্রবাসী খুনের বিষয়টি সবুজের পরিবারকে জানায়।

নিহত সবুজের মা পারুল বেগম, স্ত্রী রীমা, ১০ বছরের সন্তান বাইজিদ ও ২ বোন রেখে প্রবাসে যান। নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি।

স্বামী হারানোর বেদনায় স্ত্রীর কান্না, মায়ের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। সন্তানকে বাবা হারিয়ে শোকস্তব্ধ দেখা যায়। নিহত সবুজের লাশ দেশে আনার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়