শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৫০

শ্রীনগরে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার কয়েকটি বেকারিতে মনিটরিং করা হয়। এ সময় চয়েজ বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়।

খাদ্য নিরাপত্তা আইন অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

DCK/MZH

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়