প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:১৯
শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা।। আটক ১

শাহরাস্তিতে ১৬ বছরের এক কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে রোববার সন্ধ্যায় অভিযুক্ত দুলাল হোসেন কে আটক করেছে পুলিশ।
|আরো খবর
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের এক বাড়িতে এক নারী গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকালে তার মেয়েকে বাসায় রেখে দৈনন্দিন কাজে বের হয়ে যান। বাসায় একা পেয়ে দুলাল হোসেন তার মেয়েকে ধর্ষণ করে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর মেয়েটির অবস্থা পরিবারের সদস্যদের নজরে আসলে কী হয়েছে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়েটি পরিবারের নিকট সত্যতা স্বীকার করে। এমতাবস্থায় তার মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।
ডিসিকে/এমজেডএইচ