সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২০:২৯

যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট

তিন উপজেলায় সাড়ে তিন শতাধিক গাড়িতে তল্লাশি জরিমানা ১ লাখ ২৭ হাজার টাকা, জব্দ ১৫ মোটরসাইকেল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
তিন উপজেলায় সাড়ে তিন শতাধিক গাড়িতে তল্লাশি   জরিমানা ১ লাখ ২৭ হাজার টাকা, জব্দ ১৫ মোটরসাইকেল

চাঁদপুর জেলার তিন উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্টে সাড়ে তিন শতাধিক গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়েছে। রোববার (৩ আগস্ট ২০২৫) চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

সকাল ১০টা হতে দুপুর পৌনে ১২টা পর্যন্ত যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলায় পুলিশের সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মোট ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

একইদিন ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১১০টি যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৪টি মামলা দায়ের করা হয়। সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

অপরদিকে শাহরাস্তি উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার বেলা ১২টা হতে ২টা পর্যন্ত যৌথবাহিনীর নেতৃত্বে শাহরাস্তি উপজেলায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোট ১৩৯টি যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়