সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২২:০৪

রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন, চাঁদপুর-এর ক্লাব অ্যাসেম্বলি

অনলাইন ডেস্ক
রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন, চাঁদপুর-এর ক্লাব অ্যাসেম্বলি

রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন, চাঁদপুর-এর আয়োজনে শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেলে সেন্ট্রাল রোটারী ক্লাব, চাঁদপুর-এ ক্লাব অ্যাসেম্বলি ২০২৫-২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটার‌্যাক্টর মো. ইসতিয়াক খন্দকার সৈকত এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাব সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর মাহামুদা আক্তার।

ক্লাব অ্যাসেম্বলিতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রো. সামিউল প্রধান ও রো. নজরুল ইসলাম নিলয়।

এছাড়া উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি রো. মো. আবদুর রহমান রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক রো. আল আমিন মুন্সি, কোষাধ্যক্ষ রো. তানজিনা আক্তার, এডিটর রো. তাইমুল ইসলাম মোল্লা, ক্লাব সেবা পরিচালক রো. আবদুর রহিম রাজু, কমিউনিটি সেবা পরিচালক রো. তানভীর আহমেদ সোহান, অর্থ ও তহবিল সংগ্রহ পরিষেবা পরিচালক রো. সোহেল গাজী, চীফ সার্জেন্ট রো. আতিক মোহাম্মদ রাহাদ, সার্জেন্ট রো. আমিনা তাবাসসুম, সদস্য রো. শারমিন সাবিকাসহ ক্লাবের সদস্যবৃন্দ।

ক্লাব অ্যাসেম্বলিতে রোটার‌্যাক্ট বছরের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং কার্যক্রম সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রো. মো. ইসতিয়াক খন্দকার সৈকত পরবর্তী মিটিংয়ের আহ্বান জানিয়ে অ্যাসেম্বলির সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়