সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২০:১৭

বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের অর্থায়নে রাজারগাঁওয়ের বিভিন্ন রাস্তা সংস্কার

আলমগীর কবির।।
বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের অর্থায়নে  রাজারগাঁওয়ের বিভিন্ন রাস্তা সংস্কার
রাজারগাঁও ইউনিয়নের ভাঙ্গাচুরা রাস্তা ইট বালু দিয়ে সংস্কার করে দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান। ছবি : আলমগীর কবির

হাজীগঞ্জের রাজারগাঁও এবং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গত ক'দিনের একটানা বৃষ্টির পানি রাস্তার ওপর জমে কাদাযুক্ত হওয়ায় যান চলাচল তো দূরের কথা, মানুষও চলাচল করতে পারছে না। সেই ভাঙ্গাচুরা রাস্তাগুলো নিজের অর্থায়নে ইট, বালু দিয়ে সংস্কার করে দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান।

যে সমস্ত রাস্তা সংস্কার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য : মেনাপুর বাজার থেকে ডিঙ্গাভাঙ্গা রাস্তা পর্যন্ত, পশ্চিম রাজারগাঁও আল আমিন বাজার থেকে বাকরা রাস্তা পর্যন্ত, পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ি থেকে পিপিয়া হয়ে ডিঙ্গাভাঙ্গা রাস্তা পর্যন্ত ও রাজারগাঁও বাজারের বড় ব্রিজ থেকে পশ্চিম রাজারগাঁও গ্রাম হয়ে ঘোড়াধারী রাস্তা পর্যন্ত।

এছাড়া রাজারগাঁও-মহামায়া সড়ক থেকে দক্ষিণ রাজারগাঁও শেখ বাড়ি পর্যন্ত, মেনাপুর তিন রাস্তা থেকে সিংগাইর মিজান ডাক্তারের বাড়ি পর্যন্ত। নৈরাইন রাস্তা, পশ্চিম রাজারগাঁও হায়দার আলী মাদ্রাসা থেকে পশ্চিম রাজারগাঁও হয়ে মহামায়া-রাজারগাঁও রাস্তা পর্যন্ত সংস্কার কাজ চলমান। এগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানানো হয়।

রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়রা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই আমাদের দুর্ভোগের অন্ত থাকে না। হাঁটু পরিমাণ কাদাযুক্ত থাকে। এ বছর সিদ্দিকুর রহমান নিজ অর্থায়নে সংস্কার করে দেয়ায় কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়নের রাস্তাগুলো সংস্কার করা হয়নি। তাই এটি আমার ক্ষুদ্র চেষ্টা। আগামীতে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কাজের তদারকি করেন মো. আলী কাউসার, মাসুদ, মহসিন বকাউল, আবু ছালেহ, হারেছ আহমেদ খান ও সালাউদ্দিন বকাউল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়