সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১:৪৭

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়েছে চাঁদপুর জেলা ছাত্রদল

স্টাফ রিপোর্টার
ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়েছে চাঁদপুর জেলা ছাত্রদল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এ কেন্দ্রীয় কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রদল অংশ নেয়।

এদিন সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৪ লঞ্চযোগে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক ইউনিটের শত শত নেতা-কর্মী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নির্দেশনায় ছাত্র সমাবেশ সফল করার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর ঘাটে ছাত্রদলের নেতা-কর্মীদের ঢাকা যাবার বিষয়ে খোঁজখবর নিতে সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ।

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচি ছাত্র সমাবেশে যোগ দিতে চাঁদপুর জেলা ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী ঢাকা সদরঘাট থেকে মিছিল করে গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় জিয়া, খালেদা, তারেক, মানিক ভাই স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়