সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১:৫৪

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার

২০২৪ সালের ৫ আগস্টের পর ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়ে নানা জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতোমধ্যে একাধিকবার সভাপতি মনোনয়ন পরিবর্তন হয়। সর্বশেষ উচ্চ আদালতের রীটের আদেশে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এর আগেও তিনি সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে কলেজের এডহক কমিটির মেয়াদ শেষ হয় গত ৩১ মার্চ। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ নিয়মিত কমিটির কাগজপত্র পেয়ে কোনো ধরনের সমাধান না দিয়ে নতুন করে গত ২৪ এপ্রিল শুধুমাত্র মো. হারুনুর রশিদকে সভাপতি হিসেবে মনোনীত করে অধ্যক্ষকে চিঠি দেয়। তৎপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরী রাণী সাহা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রীট দায়ের করলে লায়ন হারুনুর রশিদের সভাপতি পদ স্থগিত হয়। গত ১ জুন সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে এবং লায়ন হারুনুর রশিদ ১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মোট ২৫ দিন উক্ত কলেজে সভাপতির দায়িত্ব পালন করেন।

কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন আইনি প্রক্রিয়ার বিবরণ ও কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, গত ২৪ এপ্রিল মো. হারুনুর রশিদকে কলেজের সভাপতি পদে মনোনয়নের পর তিনি ৭ মে একবার কলেজে গেলেও এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অফিসের কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন।

ওইদিনের পূর্বে লায়ন হারুনুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা এডহক কমিটির সাথে বৈঠক করেননি বলে সে সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি রেজুলেশন (সংশোধিত) ২০১৯ এর ৪ ধারার ২. (!) ও (!!) বিধি বহির্ভূতভাবে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতঃপূর্বে স্বীকার করেছেন, লায়ন হারুনুর রশিদ ৭ মে-এর আগে কলেজে যাননি এবং এডহক কমিটির সভাও অনুষ্ঠিত হয়নি।

এরপর গত ২৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় এক আদেশে লায়ন হারুনুর রশিদের পরিবর্তে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কলেজের সভাপতি পদে মনোনীত করে তিন মাসের জন্যে নতুন এডহক কমিটি গঠন করেন।

নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণের ১৫ দিনের মধ্যেই ১৮ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী দাখিলকৃত নিয়মিত গভর্নিং বডি অনুমোদন না দিয়ে মাত্র ২৫ দিনে গঠিত মো. হারুনুর রশিদের নিয়মিত গভর্নিং বডি গত ৯ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন দিলে কলেজের প্রতিষ্ঠাতার সহধর্মিণী ও প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক এডহক কমিটির সভাপতি ডা. আনোয়ারা হক সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রীট পিটিশন নং ১১২৪৩/২০২৫-এর আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারক নং আইএনএস০২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৮১৩৪; তারিখ : ০৯/০৭/২০২৫ চিঠি দুই মাসের জন্যে স্থগিত করে।

একই সাথে গত ১৫ মার্চ দাখিলকৃত নিয়মিত গভর্নিং বডি কেনো অনুমোদন করা হবে না তা জানতে চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন। ফলে ২৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত এডহক কমিটির সভাপতি ইউএনও ফরিদগঞ্জকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দায়িত্ব পালন করবেন মর্মে আদেশ দেন।

এডহক কমিটির সভাপতি মনোনয়ন, পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন, মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ হতে জানা গেছে, উচ্চ আদালত এই রিটের বিষয়ে ১৪ ও ২০ জুলাই এবং ২১ জুলাই শুনানি শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত নিয়মিত গভর্নিং বডির ওই চিঠির কার্যকারিতা ২ মাসের জন্যে স্থগিত করেন। একই সাথে এ বিষয়ে জবাব দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক বরাবর রুল জারি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়