সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২২:১৯

সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ

উজ্জ্বল হোসাইন
সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ

চাঁদপুর বড় স্টেশন এলাকার মোলহেড দীর্ঘদিন ধরে হকার ও অবৈধ দখলদারদের দখলে ছিলো। চাঁদপুরের প্রধান  পর্যটন এলাকা খ্যাত এ স্থানটি বহুদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশ, যত্রতত্র অস্থায়ী দোকান, শব্দদূষণ ও জনদুর্ভোগে ভুগছিলো। সম্প্রতি জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এখানে পরিচালিত হয়েছে একটি বিস্তৃত উচ্ছেদ অভিযান। যার ফলে হকার মুক্ত হয়েছে। 

শুক্রবার (১ আগস্ট ২০২৫) সরজমিনে দেখা গেছে সবুজায়নের এক ব্যতিক্রমী উদ্যোগ। হকার উচ্ছেদের পর মোলহেড এলাকাকে পুনরায় পরিকল্পিতভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। অনেক এলাকাজুড়ে সারি সারি গাছ লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বিষয়টি ব্যাপক সাড়া পড়েছে। মোলহেডে ঘুরতে আসা এক পর্যটক বলেন, আগে এখানে ঢুকতেই হকারদের ঝামেলা ছিলো। এখন পরিচ্ছন্ন পরিবেশে গাছের ছায়া ও নদীর হাওয়া সব মিলে এক অন্যরকম প্রশান্তি। তবে এখনো কিছু ভ্রাম্যমাণ হকার ও ভিক্ষুকের যন্ত্রণা রয়েছে। বয়স্ক এক পথচারী বলেন, এমন উদ্যোগ আগে হলে আরও ভালো হতো।

স্থানীয় অধিবাসী ও পর্যটকরা জানান, পুরো মোলহেড এলাকাকে একটি পরিকল্পিত রিভার পার্ক হিসেবে গড়ে তোলা দরকার। যেখানে থাকবে হাঁটার পথ, বসার বেঞ্চ, সৌরবাতি, শিশুদের জন্যে পরিকল্পিতভাবে খেলাধুলার ব্যবস্থা।

চাঁদপুর বড় স্টেশন মোলহেডের হকার উচ্ছেদ ও সবুজায়নের এই উদ্যোগ মোলহেডের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যকে একটি নতুন মাত্রা দিয়েছে। এটি নিঃসন্দেহে সুষ্ঠু ব্যবস্থাপনার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন ভ্রমণপিপাসু জনগণ।  ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ টেকসই রাখতে জনগণের সচেতনতা ও প্রশাসনের সমন্বিত তৎপরতা জরুরি বলে মনে করেন তারা।      ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়