প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:১৯
চোরচক্রের তিন সদস্য আটক ॥ অটোবাইক উদ্ধার

ফরিদগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া একটি অটোবাইক উদ্ধার করেছে । একই সাথে এ ঘটনার সাথে জড়িত সহোদরসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে। এরা হলো সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর গ্রামের রহমত উল্লাহর ছেলে মো. শাকিল হোসেন (২৫), মো. রাব্বি (২২) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. তামিম ইকবাল (১৯)।
|আরো খবর
জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের অটোবাইক চালক সাজ্জাদ হোসেন তার অটোবাইকটি গত শনিবার (২৬ জুলাই ২০২৫) সারাদিন চালিয়ে রাতে স্থানীয় হোসেন মার্কেটে নির্ধারিত স্থানে চার্জে রেখে বাড়ি যান। কিন্তু গভীর রাতে চোরের দল অটোবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে পরদিন রোববার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশের সহায়তায় চোরচক্রের তিন সদস্যকে আটক ও চুরি হওয়া অটোবাইকটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ফরিদগঞ্জ থানা পুলিশ কচুয়া থানা পুলিশের সহায়তায় রোববার (২৭ জুলাই) রাতে চোর চক্রকে আটক করে। ফরিদগঞ্জ থানায় মামলা নং-২৩/১৬৯, তারিখ-২৭/০৭/২০২৫খ্রি., ধারা-৪৫৭/৩৮০। পরে আটককৃতদের সোমবার (২৮ জুলাই) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।