প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০:২৯
মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের খাবার বিতরণ

আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইলের আওতাভুক্ত চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে চাঁদপুর শহরের জামতলাস্থ হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে দু বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) এ আয়োজনে ঢাকার
|আরো খবর
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিশুদের জন্যে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া করা হয়।
ক্লাব সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, নাঈমা মোশাররফ, তাসলিমা মুন্নী, তাসনুভা তন্বী, মিতু আক্তার, ক্লাবের সহ-সভাপতি রওশন আক্তার, সেক্রেটারী ফাহমিদা খান, সদস্য ফওজিয়া পুতুল ও নূরজাহান সেতু।উপস্থিত সদস্যরা বলেন, মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা আল্লাহর পথে চলে, কোরআন শিক্ষা গ্রহণ করে। তাদের পাশে দাঁড়াতে পারলে মহান আল্লাহ খুশি হন। তাদের জন্যে আমাদের পক্ষ থেকে সব সময় দোয়া ও সহযোগিতা থাকবে।