প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১:৩১
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বৃক্ষরোপণ

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে চাঁদপুর মিশন প্রাইমারি স্কুলে গাছের চারা রোপণ করা হয়েছে।
|আরো খবর
রোববার (১০ আগস্ট ২০২৫) বেলা ১২টায় ক্লাবের সভাপতি ডালিয়া খানমের নেতৃত্বে এবং ক্লাব সদস্য, স্কুলের প্রধান শিক্ষক আইভি হিরা সরকার, সহকারী প্রধান শিক্ষক সীমা গাইন ও ছাত্র-ছাত্রীদের নিয়ে গাছের চারা স্কুলের বিভিন্ন স্থানে রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের চার্টার (প্রতিষ্ঠাতা) সভাপতি ফাতেমা হোসেন লাভলী, সাবেক সভাপতি মাহমুদা খানম ও মিতু আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি রাণী সাহা ও এডিটর ফওজিয়া পুতুল।
ক্লাব সদস্যরা বলেন, এখন বর্ষাকাল চলছে। এ সময়ে গাছ লাগালে দ্রুত বড়ো হয়। পরিবেশ এবং স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্যে আমাদের এই আয়োজন।