রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০:১৩

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কলার হ্যান্ডওভার সম্পন্ন

কাজী আজিজুল হাকিম নাহিন
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কলার হ্যান্ডওভার সম্পন্ন
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নবাগত সভাপতি ডালিয়া খানমকে কলার হ্যান্ডওভারের মাধ্যমে বিদায়ী সভাপতি নাসরিন আক্তার এবং নবাগত সচিব ফাহমিদা খানকে ফাইল বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী সচিব আফরোজা পারভীন।

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ২০২৫-২৬ ইনার হুইল বর্ষের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি শনিবার (১৮ জুলাই ২০২৫) রাতে চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ক্লাবের বিদায়ী সভাপতি নাসরিন আক্তার নবাগত সভাপতি ডালিয়া খানমকে কলার পরিয়ে দিয়ে এবং বিদায়ী সচিব আফরোজা পারভীন নবাগত সচিব ফাহমিদা খানকে ফাইল বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে নবাগত সভাপতি ও সচিবকে ক্লাবের সকল সাবেক সভাপতি ফুলেল শুভেচ্ছা জানান। সাবেক সভাপতিরা হলেন : চার্টার সভাপতি ফাতেমা হোসেন লাভলী, সাবেক সভাপতি মাহমুদা খানম, নাঈমা মোশারফ, মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, তাসনুভা তন্বী ও মিতু আক্তার।

তাসলিমা মুন্নীর সঞ্চালনায় সাবেক সভাপতিরা বলেন, বিদায়ী সভাপতি ও সচিব এ বছরে অনেক ভালো কাজ করেছেন। আমাদের চাঁদপুরের মতো এতো বেশি ভালো কাজ অন্য অনেক ইনার হুইল ক্লাব করেনি। বিগত বছরে ঢাকার বাইরের ক্লাবগুলোর ভেতর চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমরা এখানে যে সকল নারী আছি, আমরা সকলে চেষ্টা করবো সামাজিক কাজের পাশাপাশি নারীদের জন্যে কিছু করার। আজ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে আমরা সবসময়ই বুদ্ধি, পরামর্শ, সামর্থ্যানুযায়ী সহযোগিতা করবো। তাদের নেতৃত্বে ইনার হুইল ক্লাব আরো এগিয়ে যাবে। তাদের কাজ দিয়ে অন্যদের জন্যে উদাহরণ সৃষ্টি করবে।

এছাড়া বিদায়ী সভাপতি ও সচিব তাদের অনুভূতি এবং তাঁদের বছরের কার্যক্রম তুলে ধরেন। তারা নবাগত সভাপতি ও সচিবকে উপহার তুলে দেন।

নবাগত সভাপতি ক্লাবের সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন৷ সেই সাথে সদস্যদের উপহার প্রদান ও কেক কাটার মাধ্যমে নতুন বছরের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া), সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, রোটা. নাসির উদ্দিন খান, রোটা. মো. নজরুল ইসলাম ও সহ-সভাপতি রোটা. গোপাল সাহা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটিকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান।

ইনার হুইল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন : আইএসও অধ্যাপক খোদেজা বেগম, এডিটর ফৌজিয়া হোসেন পুতুল, সদস্য নূরজাহান সেতু ও সদস্য মঞ্জু ঘোষ।

সবশেষে নবাগত সচিব ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়