মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:০০

ইকরা মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
ইকরা মডেল একাডেমীর  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরে শিশু শিক্ষার অনন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমীর বৃদ্ধিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ বিদ্যালয় হল রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল, ট্রেজারার লায়ন মো. সৈয়দ হোসেন গাজী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র ও সহ-সভাপতি কবিতা সাহা।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. বাহার মিয়া বলেন, প্রতিটা শিক্ষার্থীর মেধা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন শিক্ষক এবং তার বাবা-মা। তাই শিক্ষার্থীদের ভালো রেজাল্ট অর্জনের জন্যে শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও অনেক বেশি সচেতন হতে হয়। বাবা-মা তার সন্তানের প্রতি সঠিক নজরদারি রাখলে সে সন্তান নষ্ট পথে যাবার সুযোগ পাবে না। বর্তমান সমাজে বখাটে এবং কিশোর গ্যাং বেড়ে যাওয়ার পেছনে অভিভাবকরা অনেকটা দায়ী।

ওসি বাহার মিয়া আরো বলেন, বর্তমানে শিক্ষার্থীরা পড়ালেখা নিয়ে খুব বেশি পরিশ্রম করতে চায় না। যারা পরিশ্রম করে তারাই মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে উঠে। আজকে এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে যাদের সংবর্ধনা জানানো হবে, তারা পরিশ্রম করেছে বলেই আজকের এই সাফল্য অর্জন করতে পেরেছে। এ অর্জন কেবল বিদ্যালয়ের নয়, তাদের শিক্ষক ও বাবা মায়েরও রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সব সময় শিক্ষক এবং বাবা-মাকে সম্মান করবে। তাদের কথার অবাধ্য হবে না। কারণ তারা কখনোই তোমাদের অমঙ্গল চায় না। প্রত্যেক বাবা-মা তার সন্তানকে সাধ্যমতো মানুষ করে গড়ে তোলার জন্যে পরিশ্রম করে। বাবা-মায়ের পরে এই দায়িত্বটি কাঁধে তুলে নেন শিক্ষকরা। তোমরা তোমাদের এই সাফল্য ধরে রেখে বিদ্যালয়ের সম্মান বাড়িয়ে তুলবে সে প্রত্যাশা রাখছি।

বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার, সরকারী শিক্ষক আসমা খানম, মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, রাহিমা আক্তার, রেজাউল করিম, শিল্পী রাণী ঘোষ, নাজমুন নাহার মিলি, শুভ্র রক্ষিত, সুমিত কুমার দত্ত, ইসমাইল হোসেন, মরিয়ম খানম, নাসিমা আক্তার, রুইয়াজ মানিকা, নাসরিন আক্তার, রুবি আক্তার, ফাতেমা আক্তার, বিলকিস আরা, শামীমা আক্তার, তানজিনা সুলতানা, ফাতেমা আক্তার সুমি, আয়েশা আক্তার ও জয়ফুল।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় চাঁদপুর ইকরা মডেল একাডেমী থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়