শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৩২

ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা

ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে  জরিমানা
অনলাইন ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি এবং আমদানিকৃত ঔষধের যথাযথ ডকুমেন্টস না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইন লঙ্খন করে নোংরা ও অস্বস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা এবং আমদানিকৃত ঔষধের যথাযথ কাগজপত্র না থাকায় একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে মুসলিম ফার্মেসী মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়