প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৯:১৫
মতলব বাজারে দুই কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা

মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী সফিকুল ইসলাম প্রধান (৬২) ও তার ভাই বাদল প্রধানকে (৪২) বাজার এলাকায় প্রকাশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। জায়গা নিয়ে বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে শনিবার (২৯ মার্চ ২০২৫) বেলা আড়াইটায় উপজেলা সদর বাজারের কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
আহত দুই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আহত সফিকুল ইসলাম প্রধান ও তার ভাই বাদল প্রধানের বাড়ি উপজেলার বাইশপুর গ্রামে। তারা উপজেলা সদর বাজারের কাপড়ের ব্যবসায়ী। সফিকুল ইসলাম প্রধান ওই বাজারের কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি। হামলাকারী ব্যক্তিদের বাড়িও বাইশপুর গ্রামে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাইশপুর গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী সফিকুল ইসলাম প্রধান ও তার ভাই বাদল প্রধানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের গ্রামের হেলাল উদ্দিন ও তার লোকদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকালে বাইশপুর গ্রামে সফিকুল ইসলাম প্রধানের বাড়ির কাছে খালে একটি ট্রলার ভিড়াতে যান হেলাল উদ্দিন ও তার লোকজন। তখন বাধা দিলে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
সূত্রটি আরও জানায়, সকালের ঘটনা এবং জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বেলা আড়াইটায় উপজেলা সদর বাজারে সফিকুল ও তার ভাই বাদলের কাপড়ের দোকানের সামনে এসে গালাগাল করে তাদের প্রতিবেশী হেলাল উদ্দিন ও তার লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা লেগে যায়। এক পর্যায়ে হেলাল ও তার লোকেরা ধারালো দা দিয়ে সফিকুল ও তার ভাই বাদলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাদের হাত, মাথা, বুক ও পা সহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্বজন ও আশপাশের ব্যবসায়ীরা সেখান থেকে উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরিবার সূত্র জানায়, জায়গার বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যেই সফিকুল ও বাদলের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় আহত ব্যক্তিদের পরিবার। অভিযোগের ব্যাপারে হেলাল উদ্দিনের সঙ্গে তার মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, ঘটনার পর তারা গা ঢাকা দেয়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতা ও জায়গার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তার থানায় একটি হত্যা চেষ্টা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।