প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২২:৪০
শাহরাস্তিতে দিনমজুরকে জবাই করে হত্যা

শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হোসেন (৩৫) কে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) রাত ৮ টার পর চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে জবাই করে হত্যা করা হয়। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
|আরো খবর
প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮ টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসার ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে হত্যার দৃশ্য দেখতে পাই।
খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসার গেইট বন্ধ ছিলো, ছাদে ওঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে ওঠা যায় বলে ধারণা করছেন।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।