বুধবার, ১২ মার্চ, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:১৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রবীর চক্রবর্তী ॥
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে পৌর শহরের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনী, পুলিশসহ যৌথবাহিনী এই অভিযানে অংশ নেয়।

উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহিদ মিনার এলাকা, মাদ্রাসা মার্কেট এলাকা, পূর্ব বাজার মোড়, কেরোয়া সড়ক, উত্তর গলির মাছ বাজার, কাঁচা বাজার, মুদি বাজার, কাঠপট্টি, থানার মোড় এলাকায় এই অভিযান চলে।

এসময় অবৈধ পার্কিংয়ে মোটরসাইকেল রাখা, সড়কে গ্যাস সিলিন্ডার রাখা, অবৈধ পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর জাহিদ হাসান, সেনাবাহিনী লে. নাঈম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, বাজার ব্যবাসয়ী কমিটির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলাতানা রাজিয়া জানান, পৌর এলাকাকে যানজট মুক্ত রাখতে আমাদের এই অভিযান। রমজানে লোকজন যাকে নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারে। এছাড়া যেসব অবৈধ স্থাপনা রয়েছে তাদের উচ্ছেদ করে সড়ককে প্রশস্ত করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়