বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

আগামী ২৩ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ঘোষণা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৯

সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ঘোষণা
চৌধুরী ইয়াসিন ইকরাম

আগামী ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকেলে সমিতির সাধারণ সভা শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টা ১৫ মিনিটে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আপত্তি দাখিল ও শুনানি রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত। একইদিন বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. এ.এন.এম. মাঈনুল ইসলাম। সহকারী নির্বাচনের দায়িত্ব পালন করবেন সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও যুগ্ম সম্পাদক অ্যাড. মো. শরীফ মাহমুদ সায়েম। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী।

এদিকে নির্বাচন উপলক্ষে সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত বাবর-জসিম মেহেদী ও আতিক পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. ফরিদ আহম্মদ মিয়া (রিপন), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান), যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ আতিকুর রহমান, সম্পাদক ফরমস পদে অ্যাড. মো. কামাল হোসেন, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. আব্দুল কাদের খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে মো. কামাল হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্ট্রাারিং অথরিটি পদে অ্যাড. মো. সানজিদ হাসান (সানি), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মহিউদ্দিন ফাহাদ, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. কামরুল হাসান প্রধান, অ্যাড. তানজীর আহমেদ (মামুন) ও অ্যাড. আবদুল কাদের জিলানী (মিল্টন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়